অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই, কেবল সাংবাদিকরাই পাবেন : প্রেস সচিব

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১৯:১৭; আপডেট: ১৬ মে ২০২৫ ০০:৩৭

ছবি: সংগৃহীত

শিগগিরই অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া শুরু হবে, যারা জার্নালিস্ট তারাই পাবেন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল, আমরা বলেছি এটা একটা মিসটেক। সে অনুযায়ী আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন নীতিমালা হয়েছে। আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড দেবো এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে। জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে। আগে যেটা ছিল, অ্যাক্রিডিটেশন কার্ড নিলে বিদেশে গেলে সরকারের অনুমতি নিতে হতো। সরকারের প্রসংশা করতে হবে, সরকারের বন্দনা করতে হবে। এখন এগুলো আমরা কিছু রাখিনি।

তিনি বলেন, আগে অ্যাক্রিডিটেশনের বড় সমস্যা ছিল, এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন। অনেক এমপির এ রকম জার্নালিস্টের কার্ড ছিল। আওয়ামী লীগের অনেক লিডার এই কার্ড নিতেন। কারণ ওই কার্ড নিয়ে তাদের জন্য সচিবালয়ে ঢোকা সহজ। ওখানে তারা অনেক ধরনের লবিং করতে পারেন। জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি এক্সেস দিতো। আমরা সেই জায়গা থেকে সরে এসে চেষ্টা করছি যারা জার্নালিস্ট, যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয়, তারাই যেন কার্ডগুলো পান। সে ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার রাখবো।

শফিকুল আলম বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টারের একটা রিপোর্টে এসেছে। আমরা ওয়েলকাম করি, এটা নিয়ে আরও রিপোর্ট করা উচিত। এই যে ২৬৬ জনের বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে সেগুলো কারা করলেন? এটা কী সরকার করিয়েছে? ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে, আপনারা (সরকার) করেননি ঠিকই কিন্তু আপনারা তো একশন নিতে পারেন। তারা কিন্তু আইজীবীর কাছে যাবেন না। গিয়ে জিজ্ঞেস করলে আইনজীবীরা বলতেন, একজন মামলা করলে সরকারের পক্ষে সেটা বন্ধ করা খুবই কঠিন, অলমোস্ট ইমপসিবল।

তিনি বলেন, ওই ২৬৬ জনের পেছনে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়ী না। এই ২৬৬ জনের সাংবাদিকের নামে মার্ডার কেসটা কেন হলো? এই বিষয়টা আমরা আরও স্বচ্ছভাবে ইনভেস্টিগেট করছি। আমরা কাউকে এরেস্ট করছি না। অনেকেই ঠিক মতো তাদের চাকরি করছেন। আমরা আশা করছি, খুব দ্রুত এই চ্যাপ্টারটা ক্লোজ হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top