দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষ; নারীসহ নি’হত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১; আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১

ফাইল ফটো

রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থকেন্দ্রে আনা হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ও রামেক হাসপাতালে নেয়া হয়েছে। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরিকাঘাতে ফেরদৌসী (৪৫) নামের এক নারী নিহত হন। এছাড়াও আরও এক ব্যক্তি নিহত হন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top