কাবুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৫
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ১৮:৪২; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২২:০২
                                আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে কাবুলের আরঘান্দি এলাকায় বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণাঞ্চলের হেলমান্দ ও কান্দাহার হয়ে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল।
এই দুর্ঘটনার এক সপ্তাহ আগেই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জন নিহত হয়। দেশটিতে রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: