গ্রাহকের টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১ ০৩:৫৮; আপডেট: ১৮ মে ২০২৪ ১৮:১৩

ফাইল ছবি

রাজশাহীতে গ্রাহকের হিসাব থেকে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২৭ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ও কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার নাম আহসান হাবীব নয়ন। তিনি রাজশাহী মহানগরের বহরমপুর ব্যাংক কলোনির বাসিন্দা। ঘটনার সময় তিনি অগ্রণী ব্যাংকের রাজশাহীর গোদাগাড়ী শাখার ব্যবস্থাপক ছিলেন। অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানির পর তাকে গোদাগাড়ী শাখা থেকে বদলি করা হয়। বর্তমানে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের ডিজিএম-এর কার্যালয়ে প্রিন্সিপ্যাল অফিসার পদে কর্মরত আছেন।

সাবের আলী নামে স্থানীয় এক ব্যবসায়ীর অগ্রণী ব্যাংকের হিসাব থেকে কৌশলে ছয় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখা এবং অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের তদন্তে বিষয়টি ইতোমধ্যেই উঠে এসেছে।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, সাবের আলী তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স সাবের আলী ট্রেডার্স’ এর অগ্রণী ব্যাংকে একটি ১০ লাখ টাকার এসএমই সিসি (হাইফো) ঋণ সুবিধা নিয়েছেন। সাবের আলী ২০১৯ সালের ২০ আগস্ট নিজে ব্যাংকে গিয়ে ১০ লাখ টাকার একটি চেক দিয়ে টাকা তোলেন। সেদিন তিনি তার ব্যাংক হিসাবের স্থিতি জানতে চাইলে ৬ লাখ টাকার গড়মিল দেখতে পান। এ সময় তিনি ব্যাংকের ঋণ হিসাব বিবরণী যাচাই করে দেখেন, ২০১৯ সালের ১৬ জুন তার ৪৩০৮১৭২ নম্বরের একটি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা তোলা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তদন্তে নয়নের অপরাধ প্রমাণিত হলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তিনি ৩টি জমা ভাউচারে সাবের আলীর হিসাবে ছয় লাখ টাকা ফেরত দেন। এই টাকা ফেরত দিয়ে তিনি নিজেই তার অপরাধকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

 

এসকে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top