আজ মহানবমী, ১০৮ নীলপদ্মে দুর্গাদেবীর পূজা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১২:১৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:২৯
-2023-10-23-12-14-08.jpg)
আজ মহানবমী। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ সারাদেশের মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা।
পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দুর্গাদেবীর। এছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হচ্ছে আজ।
আরও জানা যায়, মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের এই মহোৎসবের মূল আয়োজন শুরু হয়। নানা আচার-অনুষ্ঠান ও পূজার পর মঙ্গলবার দশমী এবং দেবী বিসর্জনের মধ্য দিয়ে এই আয়োজনের শেষ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: