রাবির ভর্তি পরীক্ষা আজ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৫ মার্চ ২০২৪ ০৭:২৫; আপডেট: ৩ মে ২০২৪ ০২:১৬

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।

প্রথম দিন মঙ্গলবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান), দ্বিতীয় দিন বুধবার ‘এ’ ইউনিটের (মানবিক) ও তৃতীয় দিন বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ছয়টি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ১৩টি ট্রেনে অতিরিক্ত ১৮টি কোচ যুক্ত করা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top