রাবি ছাত্রীকে হেনস্থার অভিযোগ শিক্ষকের শাস্তির আলটিমেটাম

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪ ১৮:৩৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০১:০১

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। আগামী দুদিনের মধ্যে যদি ওই শিক্ষককে শাস্তির আওতায় না আনা হয় তাহলে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিভাগে তালা দেয়ার হুমকি দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক হাফিজুর রহমান প্রথম দিন এক ছাত্রীকে বোরখা পরা দেখে ‘প্যাকেটে’র সাথে তুলনা করেন। দ্বিতীয় দিন আরেকজনকে হিজাব খুলতে বাধ্য করেন। তৃতীয় দিন তিনি আমাদের আরেক বোনকে হেনস্থা করেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top