রাবিতে বিডিএসএফ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি পালন
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৬ জুন ২০২৪ ২১:৪১; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৬:০১
                                রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বরিশাল ডিভিশন স্টুডেন্টস্ ফোরাম (বিডিএসএফ)।
"বন্যা, খরা, জলোচ্ছ্বাস: গাছ কাটলে সর্বনাশ" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ই জুন) তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খালেদা জিয়া হল, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, মতিহার হল ও শের-ই-বাংলা হলসহ ক্যাম্পাসের বেশ কিছু জায়গায় তারা ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি মো. সজীব সরদার বলেন, "আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। আর সেই অক্সিজেন আমরা গাছ থেকে পাই কিন্তু সমাজকে উন্নত করতে গিয়ে আমরা সেই অক্সিজেনকেই ধ্বংস করে ফেলছি"।
তিনি আরও বলেন, "একটা গাছ যদি আমাকে ছায়া দেয়, একটুখানি প্রশান্তি দেয়, বাতাস আর বেঁচে থাকার মূল উপাদান দেয় তাহলে কেন আমরা গাছ লাগাবো না। এজন্যই আমাদের আমাদের এই ছোট উদ্যোগ"।
এ কর্মসূচি পালনকালে সংগঠনটির সদস্যরা, সাধারণ সদস্যরা ও উপদেষ্টাগন উপস্থিত ছিলেন।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: