রুয়েট উপাচার্যের নির্মাণাধীন আবাসিক হল পরিদর্শন

রুয়েট প্রতিনিধি: | প্রকাশিত: ৪ মে ২০২৫ ১৩:০৬; আপডেট: ৪ মে ২০২৫ ১৭:২০

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন আবাসিক হলসমূহ পরিদর্শন করেছেন।

শনিবার (৪ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে উপাচার্য মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।

পরিদর্শনকালে উপাচার্য কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ গুনগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কাজের অগ্রগতি সম্পর্কে উপাচার্য মহোদয়কে জিজ্ঞাসা করে হলে তিনি জানান,‘আমরা সেপ্টেম্বরের মধ্যে হলের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং লক্ষ্য অর্জনে লোকবল বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।আমরা অক্টোবরের শুরু থেকে শিক্ষার্থীদের সিট বণ্টনের বিষয়ে আশাবাদী।’

একই প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন,‘আমাদের নির্মাণাধীন ৪টি আবাসিক হল (২ টি ছেলেদের এবং ২টি মেয়েদের)এর কাজ অতীতে কাঙ্ক্ষিত পরিমাণে অগ্রসর না হলেও উপাচার্য স্যারের নির্দেশে নিয়মিত তদারকি করার ফলে কাজের আশানুরূপ অগ্রগতি হয়েছে।

মেয়েদের ২টি হল আমরা অক্টোবরের মধ্যে এবং ছেলেদের ২টি হল ডিসেম্বরের মধ্যে চালু করার বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ নিয়েছি।পাশপাশি মেয়েদের হল কমপ্লিট হয়ে গেলে তাদেরকে নতুন হলে শিফট করে দিয়ে লেডিস হলটি রেনোভেট করে ছাত্রদের জন্য বরাদ্দ করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

প্রসঙ্গত, ফ্যাসিবাদী শাসনামলে নির্মাণকাজে সময়সীমা একাধিকবার অতিক্রম করলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। তবে বর্তমান প্রশাসনের সক্রিয় উদ্যোগে প্রকল্পগুলোর অগ্রগতি এখন আশাব্যঞ্জক।

শিক্ষার্থীরা দ্রুত আবাসিক হল চালু করার দাবি জানিয়েছেন এবং রুয়েটে শতভাগ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top