প্রেমিককে হত্যার অভিযোগে প্রেমিকাসহ ২ যুবতী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৪:১১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৯:০৩

হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই নারী। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে হত্যার অভিযোগে প্রেমিকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই নারীকে হত্যা মামলায় আদালতে চালান দেয়া হয়। নিহত রাশিদুল মন্ডল নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পয়লান গ্রামের জহির মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। গত দেড় বছরের বেশী সময় ধরে ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার গ্রামের একরামুল ইসলাম ভাদুর মেয়ে মেরিনা খাতুন (২১) ও ঈশা হকের মেয়ে নেশা খাতুন (২২)। তারা দুইজন বান্ধুবী এবং বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। কাশিয়াডাঙ্গা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার দুপুরে সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মেরিনাকে আটক করে। পরে মেরিনার দেয়া তথ্যমতে বাড়ির ছাদের স্টোর রুম থেকে রশিদুলের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ গুমে সহযোগিতা করায় নিজ বাড়ি থেকে নেশা খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে রশিদুলের পিতা জহির মন্ডল বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বুলবুলের বাড়িতে রশিদুলকে ডেকে নিয়ে যায় মেরিনা। সেখানে মেরিনা রশিদুলকে বিয়ে করার জন্য চাপ দেয়। রশিদুল পরিবারের সাথে কথা বলে পরে জানাবে বলেন। এ সময় মেরিনা তাকে রাতেই বিয়ে করার জন্য জোর-জবরদোস্তি করে। এক পর্যায়ে রাত ১১ টার দিকে রশিদুল সেখান থেকে চলে যেতে চাইলে মেরিনা বাঁধা দেয়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মেরিনা ধাক্কা দিয়ে রশিদুলকে ফেলে দেয়। এর পর শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এর পর বাড়ির লোকজন ঘুম থেকে উঠার আগেই ভোর রাতে মেরিনা তার বান্ধবী নেশা খাতুনকে ডেকে নিয়ে আসে। এর পর দুইজনে লাশ বাড়ির ছাদের স্টোর রুমে নিয়ে গিয়ে রাখে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top