রাজশাহীতে আবারও তাপমাত্রা তীব্রতা চরমে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মে ২০২৩ ০০:৫৩; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১২:৪২

ফাইল ছবি

রাজশাহীতে গত কয়েকদিন থেকে আবারও তাপমাত্রা বেড়ে চলেছে। এতে করে জনজীবনে চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে।  সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর তিনটায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেডর্ক করা হয়। এই সময় বাতাসের আদ্রতা ছিলো ২৪ শতাংশ।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, আগামী আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যহত হতে পারে। সামনে ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার সম্ভাবনা রয়েছে ফলে তার আগে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই বলে জানান।

এর আগে গত মার্চ মাসের শেষেরদিক থেকে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকে। গত এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ চলতে থাকে। এবছর রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৭ এপ্রিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। পরে ঝড় বৃষ্টি হলে তা কমে আসে এবং জনজীবনে স্বস্থি ফেরে। পুনরায় প্রায় ১ সপ্তাহ আগে থেকে পুনরায় তাপমাত্রা বাড়তে থাকে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top