বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যার ঘটনা
আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৪০; আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২০:২৮
রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন-এমন অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিতির তারিখ ধার্য করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নির্দেশ জারি করেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাজশাহী মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে কৌশলে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া। একই সময়ে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন তিনি। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালেও ভর্তি করে। কিন্তু এর পর দেখা যায়-পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দায়ী করে বক্তব্য দেন। আদালত মনে করে, এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার (আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র, ৩৯ বিএলডি ৪৭০) স্পষ্ট লঙ্ঘন। তাই পুলিশ হেফাজতে থেকে আসামিকে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না-তার কারণ জানতে আদালত তলব করেছেন।

আপনার মূল্যবান মতামত দিন: