করোনা জয় করলেন ৮৪ বছরের মনসুর

মোহনপুর প্রতিনিধি : | প্রকাশিত: ২ জুন ২০২০ ০২:৩৬; আপডেট: ২ জুন ২০২০ ০৫:৫৫

রাজশাহীর অবসরপ্রাপ্ত শিক্ষক ও ৮৪ বছরের বৃদ্ধ মনসুর রহমান করোনা জয় করেছেন। দৃঢ় মনোবল আর স্বাস্থ্য বিধি মেনেই তিনি করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।পরপর ৪ বার পরীক্ষা শেষে রোববার তাঁকে করোনামুক্ত ঘোষণা করেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক।

মনসুর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে। তাঁর এক ছেলে ও চার মেয়ে। কলেজ শিক্ষক ছেলের সঙ্গে গ্রামে থাকেন। গত ২৬ এপ্রিল নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। তারপর বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন।

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর তাঁকে একা থাকতে হয়েছে। কিন্তু পরিবার ও চিকিৎসকদের সব সময় তাঁর কাছে পেয়েছেন। ডাক্তারদের গাইড লাইন মানার কারণে দিন দিন তার শারীকিক উন্নতি হওয়ার কারণে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে গভীরে জমে থাকা কালো মেঘটি আস্তে আস্তে কেটে গেছে। সুস্থ্য হয়ে উঠেছেন তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top