মদপানে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

রাজ টাইমস | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২ ০২:১৭; আপডেট: ৩ জানুয়ারী ২০২২ ০২:৩৫

ছবি: প্রতীকী

বর্ষবরণের পিকনিকে বিষাক্ত মদপানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও তিনজন।

শনিবার রাতে রাজশাহী মহানগরীর কাটাখালীর সমসাদিপুর এলাকায় পিকনিকে মদপানে এ ঘটনা ঘটে।

মৃত আসাদুল ইসলাম (২০) নগরীর কাটাখালী থানার সমসাদিপুর গ্রামের আকালু ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অসুস্থরা হলেন— পারভেজ (২২), আল আমিন (২১) ও জামিল (২০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, আসাদুলের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের পুলিশ খুঁজছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাটাখালীর সমসাদিপুর এলাকার কাউসারের চায়ের দোকানে পিকনিক করেন তারা। বর্ষবরণের এ ভোজ পার্টিতে ৭-৮ জন দেশি মদপান করেন।

রাত পৌনে ১টার দিকে হাসপাতালে নেওয়ার পর আসাদুল মারা যান। এ খবর পাওয়ার পর ভোজ পার্টির আয়োজক বিজয় ও লালচান্দ নামে দুই যুবক বাড়ি থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে কাটাখালী থানার পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top