রাজশাহীতে পণ্য বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে টিসিবি
ডেক্স রির্পোট | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৪:৪৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:১০

পণ্য বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য বিক্রীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এতে আগের মতো যে কেউ লাইনে দাঁড়িয়ে কিনতে পারবেন না পণ্য।
রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় ২ লাখ ৫০ হাজার পরিবার পাবে টিসিবির কার্ড। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে ১ লাখ ৫ হাজার পরিবার পাবেন টিসিবির এই কার্ড। এই কার্ডের মাধ্যমে ডিলারদের থেকে টিসিবির দেওয়া পণ্য তুলতে পারবেন ভোক্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার উপযোগী তাদের তালিকা করা হয়েছে। এই তালিকা জেলা ও উপজেলা পর্যায়ে করা হয়। রমজান মাস উপলক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। যারা প্রকৃতপক্ষে টিসিবি’র পণ্য পাওয়ার উপযোগী, তাদের ন্যায্যমূল্যে পণ্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ফ্যামেলি কার্ড দেওয়া হবে। ‘প্রথম পর্যায়ে কার্ডধারীরা দুই কেজি করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল পাবেন। দ্বিতীয় পর্যায় রমজান মাসের আগেই ছোলা যোগ হবে। তাতে ভোক্তারা এই পণ্যগুলো কিনতে পারবেন।’
আপনার মূল্যবান মতামত দিন: