নগরীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৪:০৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে ১০০ বোতল চোলাই মদসহ মো. শাকিল (৫০) ও মো. রবিন (৩৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তায় ১০০ বোতলে প্রায় ৩৬ লিটার চোলাই মদ পাওয়া গেছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top