করোনায় প্রতি ঘণ্টায় গড়ে একজনের প্রাণহানি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৯; আপডেট: ১৫ মে ২০২৪ ১৪:২০

ছবি: প্রতীকী

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার করোনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লো।

এদিকে ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।

নতুন মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯০ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এক রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।

 

 

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top