পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে সরকার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ২৩:০১; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:২৪

ছবি: সংগৃহিত

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থপাচার ও অনিয়মের অনুসন্ধান করবে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে ধীরে চলো নীতিকে অগ্রাধিকার দিয়েই লক্ষ্য ঠিক করা হয়েছে। এসব কথা জানিয়ে উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলছেন, সবকিছু চট করে ধরতে গেলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় একক খরচের প্রকল্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় প্রকল্প বাস্তবায়ন অনেকটাই গতি হারিয়েছে। উপরন্ত রূপপুর প্রকল্প থেকে টাকা পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।

বিদ্যুৎ খাতের মেগা এই প্রকল্পের কাজ মনিটর করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের নেয়া অনেক প্রকল্পের মতো রূপপুর থেকে টাকা পাচার হয়েছে কিনা- সেটি খতিয়ে দেখার কথা জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

রূপপুর প্রকল্পে কিছু কিছু নিয়োগও প্রশ্নবিদ্ধ। এমনকি রাশিয়ার সাথে চুক্তির আওতায় পড়ে আসা শিক্ষার্থীদেরও অভিযোগ রয়েছে চাকরি না পাওয়ার।

দক্ষ জনশক্তির সঙ্কট যেমন রয়েছে রূপপুর প্রকল্পে তেমনি রাজনৈতিক বিবেচনায় অতিরিক্তি জনবল নিয়োগের বিষয়টি পর্যালোচনা করবে সরকার।

ট্রান্সমিশনসহ অবকাঠামো সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকলেও আগামী বছরে বিদ্যুৎ উৎপাদন ও সীমিত সরবরাহ সম্ভব বলে মনে করছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা এক হাজার ২৬৫ কোটি ডলার। যার আশি শতাংশ ঋণ দিয়েছে রাশিয়া।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top