আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯ শতাংশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮; আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ হাজার ৪২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিলো ২ হাজার ২২৪ মিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ এ প্রবাহ যুক্ত হওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯শ’ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: