নেপালে সার কারখানা স্থাপন করবে বাংলাদেশ!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০৩:০২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৫০

নেপাল বাংলাদেশকে তাদের দেশে সার কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকে নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী পম্পা ভূসালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়।

এ বিষয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা কাতার, সৌদি আরব থেকে সার আমদানি করি, নেপালে যদি সার কারখানা স্থাপন করে সার আনি তাহলে অনেক কম দাম পড়বে।

তিনি বলেন, নেপাল ভারতকে বেশি বিদ্যুৎ দেয়। আমরা বলেছি, আমাদেরও বিদ্যুৎ দেন। যদি সস্তায় বিদ্যুৎ পাওয়া যায় তাহলে আমরা সার কারখানা স্থাপনের চিন্তা করতে পারি। কারণ, সার তৈরিতে অনেক বিদ্যুতের প্রয়োজন হয়। আমি এই প্রস্তাবটি নিয়ে উচ্চমহলে নীতিনির্ধারণী মহলে আলোচনা করব বলে জানিয়েছি।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের কৃষি অনেক উন্নত এ জন্য নেপাল আমাদের কাছ থেকে সহযোগিতা চায়। তারা আমাদের উন্নত ধান, ডাল, আলু ও হাইব্রিড ভূট্টার জাত নিতে চায়। আমরাও তাদের কাছে পাহাড়ি কৃষির অভিজ্ঞতা চেয়েছি। আমরা দেশে ব্যাপক হারে বাদাম ও কফি চাষ করতে চাই।

তিনি বলেন, আমরা বলেছি আরও সহযোগিতার হাত বাড়াব। এ জন্য আমাদের বিজ্ঞানীরা নেপাল যেতে পারে, তাদের বিজ্ঞানীরা বাংলাদেশে আসতে পারে।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষির উন্নয়নের ক্ষেত্রে নেপাল আমাদের থেকে পিছিয়ে আছে বলব না। আমাদের কৃষি ক্ষেত্রে কিছু বিষয়ে সহযোগিতা করার সুযোগ আছে। কারণ, আমাদের অনেক সাফল্য রয়েছে। আমরা ধানের নতুন নতুন জাত আবিষ্কার করেছি। বিভিন্ন ফসল উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top