৫শ বছরের ইতিহাসে এই প্রথম
করোনার কারণে হচ্ছেনা তিরোভাব তিথি উৎসব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০ ২২:৫৬; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:০১

৫শ বছরের ইতিহাসে এই প্রথম করোনা ভাইরাসের কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতুলি খেতুরী ধামে মহারাজ ঠাকুর শীল নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসব স্থগিত করা হয়েছে। তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা স্বল্প পরিসরে পালন করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড এর সদস্যরা।
যেহেতু উৎসব হচ্ছে না সেকারণ সংবাদ সম্মেলন করে ভক্তদের খেতুরী ধামে না আসার অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড এর সদস্যরা। আগামী ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রেমতলীস্থ শ্রী পাট খেতুর ধামে শ্রীকৃষ্ণ পঞ্চমী তিথিতে এই উৎসব পালন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে মন্দিরের সকল গেট বন্ধ রেখে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন সহ ধর্মীয় পূজা-অর্চনা করা হবে। এছাড়া অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্দিরের বাইরে কোন কীর্ত্তনের প্যান্ডেল, অস্থায়ী দোকানপাট বা অন্যান্য অনুষ্ঠানাদি করা যাবে না। তারা বলেন, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না, আবার কারও অকাল মৃত্যুও চায়না। আবেগ ত্বাড়িত না হয়ে জীবন রক্ষা করায় বড় ধর্ম। জীবন থাকলে ধর্ম-কর্ম এবং ভজন সাধন করা যাবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের নাগালে না পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত আবেগ ত্বাড়িত চিন্তাভাবনা বাদ দিয়ে ভক্তদের ঘরে থাকার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী গৌরাঙ্গঁদেব বিগ্রহ ঠাকুর ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডঃ মনমোহন।
এই ধর্মীয় উৎসবে ভারত নেপাল সহ দেশ বিদেশের প্রায় ১০ লাখ ভক্ত জমায়েত হয়।
কাফি/০৩
আপনার মূল্যবান মতামত দিন: