সৌদিতে প্রবেশ করতে পারবে না তিন দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ২০:৪১

ফাইল ছবি

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় এবার ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। খবর দ্য হিন্দু ও গালফ নিউজের।

মহামারী হটস্পট ভারত ছাড়া বাকি দু দেশ হল ল্যাটিন আমেরিকার  ব্রাজিল ও আর্জেন্টিনা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে।

নিষেধাজ্ঞায় পড়া দেশগুলোর নাগরিক যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন, তারাও নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে আরো জানানো হয়, সৌদিতে আসার ১৪ দিন আগে কোন নাগরিক নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোতে ভ্রমণ করলে তারাও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।

সরকারিভাবে আমন্ত্রিত অতিথিরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, মহামারী করোনায় দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজার ৭৯৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top