পারমাণবিক বোমা তৈরির ‘প্রযুক্তিগত সামর্থ’ আছে ইরানের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২২ ০৯:১২; আপডেট: ৩ মে ২০২৫ ০৭:১৪

পারমাণবিক বোমা তৈরির ‘প্রযুক্তিগত সামর্থ’ আছে ইরানের, তবে দেশটি এমন বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি। রোববার আল জাজিরার এক উপস্থাপককে একথা জানিয়েছেন ইরানের একজন উর্ধতন কর্মকর্তা। খবর এএফপির।
ইরান নেতৃত্বের উপদেষ্টা বোর্ডের প্রধান এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেন, ইরানের ‘পারমাণবিক বোমা তৈরি ‘প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে’।
তিনি আরো বলেন, তবে তেহরান ‘পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর এবং ইসরাইলের সঙ্গে ‘ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি প্রতিরোধ’ সম্বলিত চুক্তি সম্পাদনের পর তেহরানের পক্ষ থেকে এমন মন্তব্য এল।
কামাল খারাজি আল জাজিরাকে আরো বলেন বলেন, ‘যদি স্পর্শকাতর (ইরানী ) স্থাপনা টার্গেট করা হয়’ সে ক্ষেত্রে তেহরান ইসরাইলের অনেক ভিতরে হামলা চালানোর সক্ষমতা অর্জনে ইতোমধ্যে ব্যাপক মহড়া চালিয়েছে।
তবে এই মহড়া কখন চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
আপনার মূল্যবান মতামত দিন: