বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০৬:১৮; আপডেট: ৩ মে ২০২৫ ০৭:১২

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। শিগগিরই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

আজ শুক্রবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ঢাকায় নতুন হাইকমিশনার নিয়োগের এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েতনামে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রণয় কুমার ভার্মা বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top