যুদ্ধ নিয়ে এরদোগানের পর আশার বানী শোনালেন ম্যাকরন

যুদ্ধ নিয়ে এরদোগানের পর আশার বানী শোনালেন ম্যাকরন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০০:৩৭; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০৩:৪৭

ফাইল ছবি

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পর এবার ইউক্রেনে শান্তি নিয়ে আশার বানী শোনালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর রয়টার্সের।

রোববার (২৩ অক্টোবর) রোমে বিশ্বশান্তির ওপর আয়োজিত এক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে সংবাদ সম্মেলনে বলেন, সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তিনি। এক্ষেত্রে দু’পক্ষের মু্খোমুখি আলোচনাকে গুরুত্ব দেন ম্যাকরন।

ম্যাকরন ইউক্রেনীয়রা প্রতিরোধের জন্য লড়ছে। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্বের জন্য লড়ছে। আমার বিশ্বাস শান্তি প্রতিষ্ঠার সুযোগ এখনও আছে। আলোচনার সময় ও শর্ত ইউক্রেনীয়দেরই নির্ধারণ করতে হবে। শক্তিশালী পক্ষের চাপিয়ে দেয়া শর্ত নয়, এক টেবিলে হতে হবে বৈঠক, সেখানেই হবে সমাধান। আন্তর্জাতিক কমিউনিটি উপস্থিত থাকতে পারে সেখানে।

ইউক্রেনের জনগণ ও নেতাদের সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়ে ম্যাকরন বলেন আলোচনার সময় ও শর্ত কিয়েভকেই ঠিক করতে হবে। শত্রুপক্ষের সাথে এক টেবিলে বসাই তৈরি করবে সমাধানের পথ। আর সেখানে উপস্থিত থাকবে আন্তর্জাতিক কমিউনিটি।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top