চীনের জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে নিহত ১০

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ ০৩:৫৫; আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ০৯:৫৮

ছবি: সংগৃহিত

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন। শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে হতাহতের এই খবর দিয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে জিনজিয়াংয়ের বহুতল ওই আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জরুরি সেবা দেওয়ার পরও ১০ জন মারা গেছেন।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে সিনহুয়া বলেছে, অন্য যে ৯ জন আহত হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

চীনের ভবন নির্মাণে দুর্নীতি আর দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই দেখা যায়।

চলতি সপ্তাহেই দেশটির মধ্যাঞ্চলীয় শহর আনইয়াংয়ের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৩৮ জন নিহত ও আরও দু’জন আহত হন।

বৈদ্যুতিক সমস্যা থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

এনএ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top