গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০১:৪৬; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৫:২৫
-2022-12-04-14-46-20.jpg) 
                                ইসরাইলের বিমানবাহিনী শনিবার রাত থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে।
এর আগে গত ৩ নভেম্বর ফিলিস্তিনে বিমান হামলা চালায় ইসরাইল। খবর তাসের।
ইসরাইলের সেনাবাহিনীর দাবি, শনিবার সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া বেশ কয়েকটি রকেট আঘাত হানে।
এর জবাবেই ইসরাইল বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে ওঠে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে ইসরাইল। এর পরই ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরাইল।
ইসরাইলের দাবি, তাদের সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে হামাসের একটি অস্ত্র কারখানা ধ্বংস করেছে। এ ছাড়া একটি টানেলও ধ্বংস করার দাবি করেছে ইসরাইল।
এনএ

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: