সংসদ সদস্যকে কটূক্তি, ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
সংসদ সদস্যকে কটূক্তি, ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৮:২১; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৫:৩২
 
                                সংসদে বিরোধী দলের এক সংসদ সদস্যকে কটূক্তি করার পরে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার করোনা ইস্যুতে এসিটি পার্টির নেতা ডেভিড সিমুর প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি প্রশ্ন করেন। এর জবাবে জেসিন্ডা ওই সংসদ সদস্যকে কটূক্তি করেন।
অধিবেশন চলাকালে ঘটে এ অপ্রীতিকর ঘটনা। নিজ আসনে বসেই বিরোধী দলীয় নেতার উদ্দেশে বেফাঁস মন্তব্য করে বসেন আরডার্ন। মাইক্রোফোন চালু থাকায় যা শুনতে পান উপস্থিত সব আইনপ্রণেতারাই।
এর পরেই ডেভিড সিমুর স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীর প্রতি ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন আরডার্ন।
#এমএস

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: