পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ ০১:০৭; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৫:৩২
-2022-12-20-14-07-41.jpg) 
                                পাকিস্তানের ওয়াজিরিস্তান জেলার মিরামশাহ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনাসহ দুই বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের।
পুলিশ জানায়, 'রিকশা দিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে ধাক্কা দেয় হামলাকারী। এর পরই বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়।'
এ ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, 'সন্ত্রসীরা কখনই তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারবে না।'
পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৯ বেসামরিক আহত হয়েছিলেন।
এদিকে সোমবার স্থানীয় সময় রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার উমর ফারুক চকের কাছে আরেকটি বিস্ফোরণে অন্তত ২০ বেসামরিক নাগরিক আহত হন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
খুজদার থানা পুলিশ পাকিস্তানের গণমাধ্যমে ডনকে জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। সেটি বিস্ফোরণের পর আহতদের খুজদারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: