ইউক্রেনের হামলায় ৬৩ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার রাশিয়ার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩ ২১:১২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১২:৪৫

ছবি: সংগৃহীত

রাশিয়া নববর্ষের দিনে ইউক্রেনের হামলায় তাদের ৬৩ সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। রুশ-দখলে থাকা দনেৎস্ক অঞ্চলে অস্থায়ী ওই সামরিক শিবিরে হামলা চালিয়ে কয়েক শ' রুশ সৈন্য নিহত করার দাবি করেছিল ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় মাকিভকা নগরীর অস্থায়ী একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি প্রজেক্টাইল নিক্ষেপ করে।

এর আগে ইউক্রেন সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট রোববার রাতে জানিয়েছিল, ওই হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত এবং আরো ৩০০ আহত হয়েছে।

অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, যে কারিগরি কেন্দ্রকে সামরিক ব্যারাকে রূপান্তরিত করা হয়েছিল, সেটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।

ফুটেজ বা নিহতের সংখ্যাটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। ইউক্রেনের দাবিটি সত্য হয়ে থাকলে তা হবে গত ফেব্রুয়ারিতে রুশ হামলার পর সবচেয়ে ভয়াবহ একক ইউক্রেনীয় আক্রমণ।

সূত্র : আলজাজিরা



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top