রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়েছে ইসরায়েল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩ ১৮:৫৭; আপডেট: ৩ মে ২০২৪ ০৩:৪৯

ছবি: সংগৃহীত

রমজানের প্রথম দিনেই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি যুবক। বৃহস্পতিবার (২৩ মার্চ) অধিকৃত পশ্চিম তীরে পরিচালিত সাঁড়াশি অভিযানে এক যুবক নিহত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইহুদি প্রশাসনের এক বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গোপন ইউনিট এই অভিযান চালায়। তারা ভোরে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি ঘেরাও করে। গোলাগুলির এক পর্যায়ে ওই ফিলিস্তিনি মারা যান। ওই ফিলিস্তিনি যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ। তিনি স্বাধীনতার পক্ষের সংগঠন তুলকারেম ব্রিগেডের প্রধান ছিলেন। চলতি বছরের প্রথম তিন মাসে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top