ইমরান খানের মুখোশ উন্মোচন করব: মরিয়ম নওয়াজ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ২১:২০; আপডেট: ৭ মে ২০২৫ ০৮:২৪
-2023-03-26-15-20-31.jpg)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে। খবর জিও নিউজের।
সোমবার কাসুর শহরে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।
গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।
শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পিটিআইপ্রধানকে বিচার বিভাগ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। দেশে সৎ বিচারকদের প্রয়োজন। যারা ইমরানের অনুগত নয়, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।
আপনার মূল্যবান মতামত দিন: