দুর্ঘটনাবশত নিজেদের শহরে বোমা ফেললো রুশ যুদ্ধ বিমান

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩ ০৪:১৪; আপডেট: ৫ মে ২০২৪ ২২:২৫

ছবি: সংগৃহীত

একটি রুশ যুদ্ধবিমান ‘দুর্ঘটনাবশত’ তাদের নিজেদের শহর বেলগোরদে বোমা ফেলেছে। এ শহরটি ইউক্রেন সীমান্তের কাছাকাছি। এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিসিসি।

আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাডকভ বলেছেন, বোমার বিস্ফোরণে বেলগোরদ শহরের কেন্দ্রে বিশ মিটার প্রশস্ত বিশাল এক গর্ত তৈরি হয়। বোমায় তিন জন আহত হয় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একটি সু-৩৪ বিমান থেকে দুর্ঘটনাবশত বোমাটি ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া দশটায় এ বোমাটি পড়ে। তবে কিভাবে এটি ঘটলো তার কোনো ব্যাখ্যা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যে নেই, এতে শুধু “অস্বাভাবিকভাবে বিমান থেকে বিস্ফোরক পড়ে যাওয়ার" কথা উল্লেখ রয়েছে।

বোমাটি পড়েছিল দুটি রাস্তার সংযোগস্থলে, কিছু আবাসিক ভবনের কাছাকাছি। এই স্থানটি নগর কেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top