উত্তাল সুদান, নিহত বেড়ে ৪১৩

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩ ০৪:১৯; আপডেট: ৬ মে ২০২৪ ০১:৩৮

ছবি: সংগৃহীত

ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর লড়াইয়ে উত্তাল সুদান। বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) বলছে, এখন পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।

গত সপ্তাহে দেশটির সেবাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী খার্তুমে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

ডব্লিউএইচও’র প্রধান আধানাম ঘেব্রেয়াসুস দেশটিতে হাসপাতাল ও এর সংশ্লিষ্ট পরিষেবায় হামলায় ঘটনাকে ‘বিরক্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দুইপক্ষকে অনতিবিলম্বে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন। খার্তুম থেকে আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান বলছেন, এটা পরিষ্কার সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই অব্যাহত আছে।

হিবা জানান, তারা জেব্রা শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। স্থানীয়রা ভারী আর্টিলারি শেলের শব্দ শুনছেন বলে জানিয়েছেন। এছাড়া বাহরি শহরের বাসিন্দারা বলছেন, তারা রাস্তায় সুদানি সেনাবাহিনীর সাজোয়া গাড়ি দেখেছেন, যারা আরএসএফের অবস্থান খুঁজছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top