করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভিনদেশী শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২০ ১৭:০২; আপডেট: ১৫ মে ২০২৪ ১০:৪৬

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অপরিবর্তিত অবস্থার কারণে অনলাইন ক্লাশ চালুর ঘোষণা আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে।

এরই প্রেক্ষিতে 'ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি'র শাখা 'দ্য ইমিগ্রেশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইসিই)' বিদেশী শিক্ষার্থীদের দেশ ত্যাগের নতুন আদেশ জারি করেছে। খবর আল-জাজিরার।

আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ফল সেমিষ্টারে অনলাইন ক্লাশের সুযোগ আছে এমন শিক্ষার্থীদের নতুন ভাবে ভিসা দিবে না যুক্তরাষ্ট্র। আর যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরকে দেশ ত্যাগের জন্য বলা হয়েছে।

তবে কেউ যদি কোন প্রতিষ্ঠানের সরাসরি পাঠদানের জন্য নিজের প্রত্যয়ন পত্র নেই তবে তা আইনগত বিধিনিষেধের বাইরে থাকবে। যদি আদেশ না মানা হয় তাহলে ইমিগ্রেশনের ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, আইসিই ২০২০ এর প্রতিবেদন অনুসারে ১৩ লাখের অধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় দেশটিতে অবস্থান করছে। আর স্কুল পর্যায়ে রয়েছে লাখ খানেকের মত শিক্ষার্থী।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top