বিশ্বে ইহুদি জনসংখ্যা দেড় কোটির বেশি
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৪; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৪১
-2023-09-16-19-44-39.jpg) 
                                বিশ্বের ইহুদি জনসংখ্যা এক কোটি ৫৭ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরাইলের একটি ইহুদি সংস্থা।
শুক্রবার সংস্থাটি এ তথ্য জানায়।
ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিদের নতুন বছর ‘রোশ হাশানাহ’ উপলক্ষে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যে দেখা গেছে যে গত এক বছরে বিশ্বব্যাপী ইহুদি জনসংখ্যা প্রায় এক লাখ বেড়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত বছরের মতোই ৪৬ শতাংশ ইহুদি ইসরাইলে বসবাস করছে এবং ৮৫ লাখ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।
ইসলাইলের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনসংখ্যা রয়েছে, যা প্রায় ৬৩ লাখ।
পরের ১০টি বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশগুলো হলো ফ্রান্স (চার লাখ ৪০ হাজার), কানাডা (তিন লাখ ৯৮ হাজার), যুক্তরাজ্য (তিন লাখ ১২ হাজার), আর্জেন্টিনা (এক লাখ ৭১ হাজার), রাশিয়া (এক লাখ ৩২ হাজার), জার্মানি (এক লাখ ২৫ হাজার), অস্ট্রেলিয়া (এক লাখ ১৭ হাজার ২০০) ও ব্রাজিল (৯০ হাজার)।
ইসরাইলের ওই সংস্থাটি জানিয়েছে, প্রায় ২৭ হাজার ইহুদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বাস করে। যার মধ্যে তুরস্কে ১৪ হাজার ২০০, ইরানে নয় হাজার ১০০, মরক্কোয় দুই হাজার ১০০, তিউনিসিয়ায় এক হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৫০০ জন।
জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্জিও ডেলা পারগোলার একটি পরিসংখ্যানে দাবি করেছেন, ৮০টি দেশে ১০০ থেকে ১০ হাজার জন পর্যন্ত ইহুদি বসবাস করছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: