ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বব্যাপী বিক্ষোভ অব্যাহত

রাজ টাইমস | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১১:৪৭; আপডেট: ১৭ মে ২০২৪ ১২:৩২

ছবি: সংগৃহীত

গাজার অবরুদ্ধ জনগণের সমর্থনে শনিবারও বিশ্বজুড়ে ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান এ সংঘাতে নিহতের সংখ্যা ৪ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসঙ্ঘের মতে, গাজায় এখন পর্যন্ত নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।

এদিকে এ হামলায় ১ হাজার ৪ শ’রও বেশি ইসরাইলি এবং বিদেশী নাগরিক নিহত হয়েছে।

গাজা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল হাসপাতালগুণেলাকে 'নিরাপদ স্থান হওয়া উচিত'।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top