দিল্লির আইন চীন-ভারত সীমান্তের বাস্তবতা বদলাবে না

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৫৫; আপডেট: ৭ মে ২০২৫ ২২:১৭

- ছবি - ইন্টারনেট

ভারতীয় সুপ্রিম কোর্টের রায় চীন-ভারত সীমান্তের বাস্তবতা বদলাবে না। ভারত একতরফাভাবে তথাকথিত ‘লাদাখ কেন্দ্রীয় অঞ্চল’ প্রতিষ্ঠা করেছে এবং সুপ্রিম কোর্ট তা বৈধ বলে রায়ও দিয়েছে। চীন এ ধরনের রায়ের বৈধতা স্বীকার করে না।

আজ বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ আইনে চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের ইতিহাস বদলে যাবে না। ঐতিহাসিকভাবেই সংশ্লিষ্ট অঞ্চল চীনের অংশ।

উল্লেখ্য, গত সোমবার ভারতের সুপ্রীম কোর্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে এবং ভারতীয় সরকারকে যতদ্রুত সম্ভব জম্মু ও কাশ্মির অঞ্চলে নির্বাচন দেয়ার নির্দেশ দেয়। পাশাপাশি, ২০১৯ সালে অবৈধভাবে প্রতিষ্ঠিত ‘লাদাখ কেন্দ্রীয় অঞ্চল’-কেও বৈধ বলে রায় দেয় কোর্ট।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top