বাংলাদেশে নির্ভয় ভোটদান দেখতে চায় জাতিসংঘ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৭; আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:০৬

ছবি: সংগৃহীত

প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দিতে পারবেন—এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটির প্রত্যাশা, ভোট দেওয়ার পর কেউ যেন প্রতিহিংসা বা হামলার শিকার না হন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

ছয়টি মানবাধিকার সংগঠন বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষার বিষয়ে অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিফিংয়ে বাংলাদেশে ভোট ও মৌলিক অধিকার নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে ডুজারিক বলেন, এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব। পাশাপাশি প্রত্যেক বাংলাদেশি যাতে নির্ভয়ে এবং কোনো ধরনের পাল্টা হামলার আশঙ্কা ছাড়াই ভোট দিতে যান—এমন নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাতে থাকব।

বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, এ বিষয়ক তথ্য আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) কাছে জানার পরামর্শ দেন মুখপাত্র।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top