পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩৯; আপডেট: ৭ মে ২০২৫ ২২:২৫

- ছবি - ইন্টারনেট

পাকিস্তানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সে দেশের কোনো রাজনৈতিক দলকেই তারা সমর্থন করে না এবং কারোর বিরুদ্ধেও নয় দেশটি। সোমবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতি এই বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

জিও টিভি জানিয়েছে, এক প্রশ্নের জবাবে মিলার পাকিস্তানের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণের ভোটে নির্বাচিত নেতাদের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। দেশটি এরইমধ্যে পাকিস্তানের সঙ্গে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে দ্বিপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে। আগামি ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন।

এই বছরের আগস্ট মাসে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূত ডনাল্ড ব্লোম পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেন।

পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের বেশ কয়েক জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন।

মিলার বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র। আমরা দেশটির সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কাজ করে যেতে আগ্রহী



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top