নিজেকে মুসলিমদের পাহারাদার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ১১:০৩; আপডেট: ৪ মে ২০২৪ ০৭:৪৯

ছবি: সংগৃহীত

এবার নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, বিজেপির আসন বাড়লে আপনাদের ওপর অত্যাচার বাড়বে। কাজেই তাদের প্রলোভনে ভুলবেন না।

বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মমতা বলেন, দয়া করে ভোটটা সিপিএম, বিজেপি বা কোনো সাম্প্রদায়িক বিভেদকারীর কথা শুনে দেবেন না। অনেকে বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসেছে। তারা এলাকায় এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে।

মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা বিজেপির টাকা নিয়ে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top