৫০ বছর পর আবার মার্কিন ল্যান্ডারের চাঁদে অবতরণ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪০; আপডেট: ১৪ মে ২০২৪ ০৬:২১

- ছবি - ইন্টারনেট

অর্ধ শত বছর পর প্রথম মার্কিন ল্যান্ডার হিসেবে চাঁদে অবতরণ করেছে ওডিসাস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের তৈরী যানটি সকল প্রতিকূলতা অতিক্রম করে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

এ ধরনের কৃতিত্ব অর্জনকারী এটিই প্রথম বাণিজ্যিক মহাকাশ যান। ল্যান্ডারটির অবস্থা নিয়ে প্রশ্ন থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইনটিউটিভ ম্যাশিনেস জানিয়েছে, মিশনটি সফল হয়েছে।

১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে পাঠানো কোনো যান চাঁদের পিঠে অবতরণ করল।

হিউস্টনভিত্তিক কোম্পানি ইনটিউটিভ ম্যাশিনেস বৃহস্পতিবার যানটির চাঁদে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে। নাসার কেনেডি স্পেস সেন্টারের ফ্লোরিডা লঞ্চ থেকে মহাকাশ যানটি যাত্রা শুরু করেছিল।

বলা হচ্ছে, এটি কেবল বাণিজ্যিক কার্যক্রমের জন্য নয়, সার্বিকভাবে মার্কিন মহাকাশ কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক বিবেচিত হচ্ছে।

সূত্র : সিএনএন ও বিবিসি



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top