আঙ্কারায় নির্মিত হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০ ২১:২৫; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:১৩
-2020-12-02-15-23-55.jpg)
তুরষ্কে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। একইসাথে বাংলাদেশে নির্মিত হবে আতাতুর্ক মোস্তফা কামাল পাশার একটি ভাস্কর্য।
তুরস্ক তাদের রাজধানী আঙ্কারায় এবং বাংলাদেশে ঢাকায় এই ভাস্কর্যসমূহ নির্মাণ করবে।
বুধবার (০২ ডিসেম্বর) সাংবাদিকদের এই বিষয়টি অবহিত করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
এছাড়া দ্রুত এই কাজ শুরু হবে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো জানান, ইস্তাম্বুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কি না সেটা নিয়েও আলোচনা হয়েছে
এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা আনবে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করবেন। একই সঙ্গে ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য স্থাপন করবেন।
তিনি জানান, পরবর্তীতে তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও এ রকম কিছু করা যায় কি না সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: