চাকসু নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৪৬; আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:৫১

- ছবি - ইন্টারনেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চার ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, ‘ভোট শুরুর পর থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

বুধবার (১৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে এই তথ্য জানান আরিফুল হক।

সকাল নয়টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, চাকসু নির্বাচনে ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

১৫টি কেন্দ্রে রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্রে। আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top