আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:১৩; আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০১:১৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়াও তিন জঙ্গি নিহত হয়েছে।
শুক্রবার আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের মির আলী সেনা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনাটি ঘটেছে পাক-আফগান সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। গত এক সপ্তাহ ধরে সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে, যা স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টায় শেষ হওয়ার কথা।
পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দেয় একজন, এতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়ির চালক এবং সাত সেনা নিহত হয়। আহত হন আরও ১৩ সেনা। এসময় অন্য দুজন সশস্ত্র যোদ্ধা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করে সেনারা।
এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টর্সের অনুরোধে সাড়া দেয়নি।
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। প্রথমে আফগানিস্তানের রাজধানী কাবুলে টিটিপির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর আফগান সেনারা সীমান্তে অবস্থানরত পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। জবাবে পাকিস্তান তীব্র গোলাবর্ষণ ও ট্যাংক থেকে হামলা করে। সীমান্তে রক্তক্ষয়ী এই সংঘর্ষে দুই দেশের বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে কাতার ও ইরানের মধ্যস্ততায় বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় পাকিস্তান ও আফগানিস্তান।
এদিকে আজ কাতারের রাজধানী দোহায় পাকিস্তান ও আফগান প্রতিনিধিদলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও দুই দেশ সীমান্ত উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করার কথা। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই সংঘাত সমাধানে সাহায্য করতে পারেন।
আপনার মূল্যবান মতামত দিন: