কঙ্গোয় জঙ্গি হামলায় নিহত ৪৬
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১ ২১:৪৫; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৩০
-2021-01-15-15-45-08.jpg)
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দেশটির এক কর্মকর্তার বরাতে এমন খবর দিয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয়।
ইতরু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি।
উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সশস্ত্র এই দলটির হাতে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।
এই হামলার ঘটনার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো। হামলায় কতজন নিহত হয়েছে তা বলেননি তিনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: