দিল্লিতে ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১ ০৩:০০; আপডেট: ৩০ জানুয়ারী ২০২১ ১৪:২২

সংগৃহীত ছবি

ভারতের দিল্লিতে ইসরাইলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো হতাহতের কথা জানা যায়নি।


দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে তারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তকারী দল।


ভারতের রাজধানীর বিজয়চক থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই বিস্ফোরণটি ঘটেছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার সেখানে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিকে, দিল্লি সীমান্তে চলছে কৃষক বিক্ষোভও। এহেন পরিস্থিতিতে রাজধানীর বুকে বিস্ফোরণে রীতিমতো নড়েচড়ে বসেছে নিরাপত্তা মহল।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরাইলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

সূত্র: নয়া দিগন্ত




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top