আসামে মোদির জনসভার পূর্বে বিপুল অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ০০:৫৩; আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৪:৩৯

ফাইল ছবি

ভারতের আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভার বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে।

দেশটির আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এ ঘটনার পর রাজ্যটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মোদির সফর চলাকালীন যাতে কোনও রকম নাশকতার ঘটনা না ঘটে সে দিকে নজর রাখছে প্রশাসন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ এপ্রিল আসামের কোকরাঝাড়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি। তার আগে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেখানে গোঁসাইগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্র।

আসাম পুলিশের সিনিয়র কর্মকর্তা এল আর বিষ্ণোই বলেন, তল্লাশি অভিযান চলাকালীন আমরা তিনটি এ কে ৫৬ রাইফেল, সেগুলোর ম্যাগাজিন ও ১৫৭ রাউন্ড বুলেট উদ্ধার করেছি। এখনও তল্লাশি চলছে।

বিষ্ণু আরও বলেন, ১ এপ্রিল কোকরাঝাড়ে প্রধানমন্ত্রীর আসার কথা। সে জন্য পুরো জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গলের মধ্যে কোনো বড় নাশকতার ছক কষা হয়েছিল।

দেশটির পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আসামেও শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সেখানে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।

নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মতো আসামেও একাধিক জনসভা করছেন। তার মধ্যেই এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top