ভারতে ১১ পাকিস্তানি হিন্দু শরণার্থীর লাশ !

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ আগস্ট ২০২০ ০২:১২; আপডেট: ১৬ মে ২০২৪ ১৫:৪৩

পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থী পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দেশটির রাজস্থানের যোধপুরে রবিবার সকালের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ‌ওই পরিবারের একজন এখনো বেঁচে আছেন। দেচু এলাকার লোডটা গ্রামে বাড়ির কাছেই সেই ব্যক্তির খোঁজ মিলেছে। সেখানেই ওই পরিবারের বসবাস করতো।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই পরিবার আগে পাকিস্তানে বসবাস করত। ভিল সম্প্রদায়ের ওই পরিবারের সদস্যরা ভারতে এসে কৃষিকাজের জন্য একটি খামার ভাড়া নেয়। পরে সেখানেই একটি ঘরে তাঁরা থাকতেন। পরিবারের একমাত্র জীবিত সদস্যকে জেরা করে এই মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে রাজস্থান পুলিশ। মৃতদের শরীরে কোনো রকম ক্ষতচিহ্ন মেলেনি। ফরেন্সিক দল ও ডগস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

রাজস্থানের পুলিশ সুপার রাহুল ভরত বলেন, জীবিত ব্যক্তি কিছু জানেন না বলে দাবি করেছেন। মনে হয় রাতেই কিছু হয়েছে। খামারের বাইরে রাসায়নিক মিলেছে। সবাই মিলে কোনো রাসায়নিক খেয়ে থাকতে পারেন। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক গোলমালের জের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

তথ্য সূত্র ও ছবি: কালের কণ্ঠ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top