আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১ ০৬:২১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৭:২৬

আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান সরকার।
সোমবার নতুন এই গভর্নরদের নিয়োগ দেয়া হয় বলে তালেবানের প্রধান মুখপাত্র ও তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে তিনি জানান, তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার আদেশে এই নিয়োগ দেয়া হয়।
নতুন গভর্নর নিয়োগ করা প্রদেশগুলো হলো, বাদাখশান, পাকতিয়া, কাবুল, কুন্দুজ, বাগলান, লগার, পাকতিকা, বামিয়ান, উরুজগাঁ, ফারাহ, সারি পুল, জাওজজান, মাইদান ওয়ারদাক, জাবুল, ফারইয়াব, নিমরোজ ও গজনি।
এছাড়া ১৫ প্রদেশে উপ প্রাদেশিক গভর্নর ও ১০ প্রদেশে পুলিশ প্রধান নিয়োগ দেয়া হয়েছে বলে জানান জবিউল্লাহ মুজাহিদ।
বিষয়: তালেবান গভর্ণর নিয়োগ প্রদেশ
আপনার মূল্যবান মতামত দিন: